Sunday, May 28, 2006

ক্যাথারসিস ২

ধাতব সৈকত থেকে নুলো হয়ে গজদন্তপ্রহরের তলানি গুটিশুঁটি শুঁকে দেখা; বিষ্ঠাকে পরবর্তী রসায়ন জেনে গিলেছি অনেককাল আগে, বেনেপুতুল সাজ শিকেয় তুলে ; ভূলের সমীকরণে উভয় পক্ষ থেকে কাটা গিয়ে বিভিন্ন অক্ষের উপশাখায় অস্থায়ী পানাহার-পরিপাক; কাকের অকৃত্রিম আবর্জনা প্রেমে মুগ্ধ হয়ে প্রতিদিন পাৎলুনের নিচে জাঙ্গিয়া পরিধান ; বহুক্লেশে ঠাঁই লাভ অভিধানের প্রতিপাদ প্রান্তে ; ''এইখানে আমার নকটার্ণ''

আগস্ট ২০০১

Saturday, May 27, 2006

সহজিয়া

হনহন করে হাঁটতে থাকো,
নাগাল পাবার মতো দূরত্ব থেকে;
মাঝে মাঝে মুতে নাও
পেট্রল পাম্পের পাশের ঝোঁপে,
সঁপে দেওয়া অ্যান্টিসেপটিকের নির্যাসে;
প্রণাম ঠুকে নাও
উডিউড পেকারের জলছাপে
পরম হংসের ধূমায়িত ছাঁকুনিতে;
জিরিয়ে নিতে পারো
ঝাঁকুনি দিয়ে ফ্রেস হবার পরে কিছুক্ষণ;
জগিং-জাগলিং এর প্রমান্য
একসময়ে পৌঁছে দেবে খুব কাছে,
অর্থাৎ যেখান থেকে শুরু করেছিলে তার খানিক দুরে

মার্চ ২০০৪

Tuesday, May 16, 2006

চৌরঙ্গীর সন্ধ্যাগুলো

অনেক রকমফের ছিল চৌরঙ্গীর মোহনায় টপস্কার্ট থেকে শুরু করে জানালাওয়ালা সেমিজে লুঙ্গীতে, পয়তাল্লিশ ডিগ্রী কোণে সেটের অঙ্ক কষতে কষতে ঘনজ্যামিতির আশ্রয়ে ঝালমুড়ি ; সদ্য উপড়ানো তালের গুড়ি থেকে ক্যারা চেয়ে থাকে সকৌতুকে,মাঝে মাঝে শুকে দেখে ভুমিরূপ - ধুপ করে পিষে যাবার আগে একবার ঝেড়ে কেশেছিল কিনা দেখে নিতে একরাশ গালাগাল দিয়ে বেশ করে নিজ পাছা চাপড়ায় কেউ, মানিব্যাগ খুলে দেখে নেয় বিত্তি-বেসাদ - বেশ কালোয়াতি করে কেউ ফ্যাল ফ্যাল চেয়ে থাকে,অর্ধ -নিমাই চক্রে মিলায় তার এবং তার মামাসীর ফেউ; নেট ওয়ার্ক পাওয়া গেছে - প্রতিটি মহাপ্রাণ বর্ণের স্বাতন্ত্র্য লক্ষ্যবেদ শাস্ত্রের হিটে উত্তির্ণ হয় বরাবরের মতই বরাবরের চাইতে বেটার ফলাফলের পূণ্যার্থে- বাকিটুকু মুড়ে রেখে দেয় স্তানিস্লাভস্কির নাট্য পরিচালনার নির্ঘন্টে-তারপর কানপাখা মেলে উড়ে যায় বংশাই নদীর বাতাসে ; আকাশে তাল গোল পাকানো আবোল-তাবোলে হাফ শেড করে দেখে নেয় গ্রেট গীগ ইন দ্য স্কাই - প্রকান্ড হাই তুলে গিলে ফেলে ঝকমারি টপস্পিন - তিনটি জ্বলজ্বলে পথকে এককথায় বাতিল করে সোজাসুজি প্যারাস্যুটে চড়ে বসা , শুয়োপোকার পেলব ভালোবাসায়

লিও শাও চি

আহ্নিক সরনে
গেঁথে যাই
টাসকি বাঁকে
থাকে
শুকনো তুষারে
হাস্কি কোলাহল
ম্যারাসমাস গোত্রীয়
উদ্ভিদ টুপ-ভূজঙ্গ
অঙ্গ চাখিয়া চেপে যায়
হত:শ্বাস সুহৃদ ।