Friday, November 16, 2007

স্বয়ম্ভু

তারপর স্বয়ম্ভু বিস্ময়ে
পরস্পর শোঁকাশোঁকি,

ঠোকাঠুকি নিয়মিত
অনিয়ম মনে রেখে;

চেখে চেখে হাড়িসুদ্ধ
বাতিলের দিন ফুরোলে
টেকোবুদ্ধ
কোনাকুনি মাথা নাড়ে

কাড়ে
টোনাটুনি ইচিঙ বিচিঙ
কাঁথা ফুরনোর ঠিকুজি,
ঘুঁজি ঘুরে ঘুরে
গলির সুলুকে
কুলুখ ঠেসে

কেশে
খুক খুক
মাপা ডরপুক
ঝাকানাকা ঝাক্কির
সতর্ক খাঁড়িতে
জৈবিক
হাড়ি ফাটা রুখে দিতে

Thursday, May 17, 2007

যাত্রা

অত:পর
ঠ্যাং-বগলে যাত্রা শুরু,
মাত্রা গোনা বাদ দিয়েছি -
পুরু ত্বকে ঘর বেসাতি,
রং মহলের হা-পিত্যেশে চোলাই গুরু

মোড়ে মোড়ে পিছমোড়াদের মুড়কিমুড়ি
কচমচিয়ে হুরপরীদের খিড়কি আঁটা
মাঞ্জাসমেত পাঞ্জাঘুড়ির ভোকাট্টাতে
ঘুলঘুলিয়ার ট্রাফিক জ্যামে বেগার খাটা

Wednesday, May 16, 2007

আমাদের প্রেইরি

সেরকম অর্থাৎ হাত দুয়েক উঁচু থেকে সুপারম্যান সুপারম্যান খেলে অনেক ভালোবেসেছি গলির লরা-মেরীদের, খানা-খন্দকের এদিক ওদিক গুটিকয় লিটল হাউস, হাউস করে দাড়াতো যতদিন ওদিকের ডোবা লোকে খাল বলে জানতো আর তাতে গিরা ভেঙে বুড়োদের সালিশের ছড়াছড়ি

Saturday, April 14, 2007

কার্নিশ

তারপর সাইনবোর্ড ধ্বসে গেলে পাঁই পাঁই করে ছাদের কার্নিশে নেমে হেলেদুলে শুক্লা বৌদিদের রাসলীলা পান - তার চীনে পটকা ননাস একদিন তেড়ে এলেও ননদকে বরাবর ভালো পাই যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণের লক্ষ্যভেদ করতে ছিপছিপে বিকেলে সাফা সাহেবের ছাদে পাখনা শুকাতো; খুব পাকনা ছিল সঠিক বয়সে - ওকে আর বৌদিকে কোন সঠিক গোধুলিতে জাগামতো না পেলেও কার্ণিশ থেকে ধাপ কয়েক এগোনো খুব জরুরি

Friday, January 26, 2007

আন্ধারে

মাঝে মাঝে
ফিউজ কেটে যাওয়া ভালো,
আলো নেভাবার দায় বাঁচে ।
সাঁকোর উপরে
মজবুত হাঁটা চলায় সায় দিয়ে
কেটে পড়ে রমনীমোহন গোসাঁই ।
নাই কাঁথার সারমর্ম,
গলদঘর্ম পাঁড়েজি
সাপ্লাই এর জলে চান করতে গিয়ে ধুয়ে ফেলেন

সাফ-সুতরো উঠানে
কচি ঘাস ঘাটাঘাটি;
সারি সারি
আঁটিবদ্ধ সোনালী আঁশ
সমাসক্ত প্রিজমের সুহৃদ ঘনক

সীরাতুল মুস্তাকিম

কুমড়ো কিংবা কাঁকড়ার বেশে
বৈদ্যবাড়ির চৌকাঠে মৌতাতি হানা
পানাহ প্রাপ্তির মুখে ছাই মেখে -
চেখে চেখে চোখ রাখা তলানির সুড়ঙ্গে,
অত:পর ষাড়ঙ্গ ড্রিল, অনঙ্গ লীলাচলে
সাবমেরিন সরলতার গৈরিক আশ্রয়ে :
সাশ্রয়ে আড়াআড়ি চোরাবালি নান্দিমুখ ।

ঠিকুজি

প্রতিদিন
বিকেন্দ্রিভুত ঢেকুরে
মুড়ে রাখি
দৈনিক ঠিকুজি
পুঁজি পুঁজ হয়ে টন্ টন্ করে
ঘরে আসে বাহারী হ্যাজাক
যাক সে
যদি যাওয়াই ভবিতব্য হয়
শুকোবে না ভোঁতা কোপ
কিংবা প্রৌঢ়ের স্বপ্নদোষ
আমরা ক্রমাগত
ইউটার্ণ বুঝে
রিলেরেসে ঝুঁকি
টুকিটাকি টুকে রাখি
চেখে নেই দৈনিক রাসলীলা ।

Friday, January 12, 2007

হাওয়াই মিঠাই

আবার
বরাবরের মতো বাধাহীন রোদে
ডালাপালা শুকিয়ে লাকড়ি হবে
ভবে ভাবের ছেনালী হালাল
ছাল-বাকলা পুড়ে ন্যাড়া
বেলতলায় অবিরাম
কোয়ান্টাম ফলোথ্রু

১২.০১.২০০৭