Friday, January 26, 2007

আন্ধারে

মাঝে মাঝে
ফিউজ কেটে যাওয়া ভালো,
আলো নেভাবার দায় বাঁচে ।
সাঁকোর উপরে
মজবুত হাঁটা চলায় সায় দিয়ে
কেটে পড়ে রমনীমোহন গোসাঁই ।
নাই কাঁথার সারমর্ম,
গলদঘর্ম পাঁড়েজি
সাপ্লাই এর জলে চান করতে গিয়ে ধুয়ে ফেলেন

সাফ-সুতরো উঠানে
কচি ঘাস ঘাটাঘাটি;
সারি সারি
আঁটিবদ্ধ সোনালী আঁশ
সমাসক্ত প্রিজমের সুহৃদ ঘনক

সীরাতুল মুস্তাকিম

কুমড়ো কিংবা কাঁকড়ার বেশে
বৈদ্যবাড়ির চৌকাঠে মৌতাতি হানা
পানাহ প্রাপ্তির মুখে ছাই মেখে -
চেখে চেখে চোখ রাখা তলানির সুড়ঙ্গে,
অত:পর ষাড়ঙ্গ ড্রিল, অনঙ্গ লীলাচলে
সাবমেরিন সরলতার গৈরিক আশ্রয়ে :
সাশ্রয়ে আড়াআড়ি চোরাবালি নান্দিমুখ ।

ঠিকুজি

প্রতিদিন
বিকেন্দ্রিভুত ঢেকুরে
মুড়ে রাখি
দৈনিক ঠিকুজি
পুঁজি পুঁজ হয়ে টন্ টন্ করে
ঘরে আসে বাহারী হ্যাজাক
যাক সে
যদি যাওয়াই ভবিতব্য হয়
শুকোবে না ভোঁতা কোপ
কিংবা প্রৌঢ়ের স্বপ্নদোষ
আমরা ক্রমাগত
ইউটার্ণ বুঝে
রিলেরেসে ঝুঁকি
টুকিটাকি টুকে রাখি
চেখে নেই দৈনিক রাসলীলা ।

Friday, January 12, 2007

হাওয়াই মিঠাই

আবার
বরাবরের মতো বাধাহীন রোদে
ডালাপালা শুকিয়ে লাকড়ি হবে
ভবে ভাবের ছেনালী হালাল
ছাল-বাকলা পুড়ে ন্যাড়া
বেলতলায় অবিরাম
কোয়ান্টাম ফলোথ্রু

১২.০১.২০০৭