Monday, November 02, 2009

জেনেসিস ৬৩-৬৭


৬৩.

দ্রুত নড়বড়ে দিদৃক্ষা আবক্ষ ঝরঝরে পরকাল ভালোবেসে আরো ঘেঁষে ঘোরচাল টেঁসে যায় মাল বুঝে টকঝাল ঝুলে দেখা সারঙ্গদোলাচল



৬৫.

কাৎ হতে হতে শীর্ষাসনকোণে রণ-পা-প্রতিফলন ঝুলনমায়ার হায়া প্রণিপাত করে ছায়াসম্পাত লেপ্টে থাকে নওরোজ-মনোটোন



৬৬.

সরাসরি দেখা যেতে পারে যতদূর স্বস্তিকর বিভ্রমে নিয়মিত ট্যানজেন্ট কন্টেন্ট নিরপেক্ষ কন্টেক্সট অনুসরণ করেই একশো পয়তাল্লিশ ডিগ্রী কাৎ ভেটকী দেয়



৬৭.

শেষ পর্যন্ত তলানি শেষের তল ছাড়া আর যা যা পাওয়া গেলো সবই ত্রিমাত্রিক প্যারানয়েডের ছক লুঙ্গী হাঁটুতে তুলে অতিদ্রুত শোকসঙ্গীত ভাজতে থাকে