Friday, June 16, 2006

লোকজ

পাহাড় দেখেছি
প্রমাণাকৃতির কিছু ঢিবি
চিবি সদৃশ কিছু উপত্যকা
বোকা বোকা কিছু হ্রদ
পোষা শ্বাপদের ভোদাই দৃষ্টি
খোদাইয়ের গুণে বান্ধা পিড়িতের কৃষ্টি
ছিষ্টি ছাড়া ইস্টিকুটুমের রাসলীলা
বিলার সম্ভাবনায় লীলাবতীর ইফেক্ট
নাঙ্গা নাচের ছৈল ছাবিলা অ্যাক্টো
ডি-ফ্যাক্টো পমেটম
ব্যোম ভোলানাথ বলে
বাবা ভূতনাথের দরগায় টরেটক্কা
অক্কা নিবারণকল্পে স্বল্প মাত্রার বড়ি
দড়ি দিয়ে ঘড়িয়াল টেনে সমতলে
কবিয়াল ফুলকপি পাশাপাশি ফলে

Tuesday, June 06, 2006

রঘুপতি-রাঘব- রাজারাম

একদৌড়ে মহফিল-এ-বাহার
পেরিয়ে রৌদ্র কাটাকুটি শেষ,
বেশ করে মেরেছি কাছা
পাছা বাঁচাতে;
আঁচাতে পারিনি সেদিন
জুৎমতো গিলা কলিজা ;
ভিজা নার্গিসের স্মৃতি
জলভিক্ষায় উৎসাহী করে ,
জেগে কাটালাম বেকুব কলতলায় ,
জ্বলন্ত অমাবশ্যায়
লাকড়িদাস বাবাজীর নাম নিয়ে
ধরলাম তামুক,
অত:পর কামুক দৃষ্টিতে
শামুকের জন্মকথা
টুকে রাখলাম কাঠাল পাতায় ,
পাঁড়েজী এলেন ঘাটে-
শ্যামলালের মুখে কুলুপ !