Tuesday, June 06, 2006

রঘুপতি-রাঘব- রাজারাম

একদৌড়ে মহফিল-এ-বাহার
পেরিয়ে রৌদ্র কাটাকুটি শেষ,
বেশ করে মেরেছি কাছা
পাছা বাঁচাতে;
আঁচাতে পারিনি সেদিন
জুৎমতো গিলা কলিজা ;
ভিজা নার্গিসের স্মৃতি
জলভিক্ষায় উৎসাহী করে ,
জেগে কাটালাম বেকুব কলতলায় ,
জ্বলন্ত অমাবশ্যায়
লাকড়িদাস বাবাজীর নাম নিয়ে
ধরলাম তামুক,
অত:পর কামুক দৃষ্টিতে
শামুকের জন্মকথা
টুকে রাখলাম কাঠাল পাতায় ,
পাঁড়েজী এলেন ঘাটে-
শ্যামলালের মুখে কুলুপ !

No comments: