Friday, January 26, 2007

আন্ধারে

মাঝে মাঝে
ফিউজ কেটে যাওয়া ভালো,
আলো নেভাবার দায় বাঁচে ।
সাঁকোর উপরে
মজবুত হাঁটা চলায় সায় দিয়ে
কেটে পড়ে রমনীমোহন গোসাঁই ।
নাই কাঁথার সারমর্ম,
গলদঘর্ম পাঁড়েজি
সাপ্লাই এর জলে চান করতে গিয়ে ধুয়ে ফেলেন

সাফ-সুতরো উঠানে
কচি ঘাস ঘাটাঘাটি;
সারি সারি
আঁটিবদ্ধ সোনালী আঁশ
সমাসক্ত প্রিজমের সুহৃদ ঘনক

1 comment:

Suman Chowdhury said...
This comment has been removed by the author.