Wednesday, March 24, 2010

কোপারে কবি কোপা!!!

ঠিক কাকে কবিতা বলে আর কাকে বলে ধুনফুন, এই ধাঁধা থেকে বের হতে গেলেই পরবর্তী ভুলভুলাইয়াতে ভুদাই হয়ে ঘুরি। বইতে যা লেখে সেগুলি মাথায় ঢোকে না। মাথায় যা ঢোকে তার অনেক কুকি আগে থেকেই ধূসরবস্তুতে গেঁথে ছিল। সুতরাং হালের কবিতাকলহ মগজে বলকে উঠে কান উপচে কাঁধে পড়তে আঁউ করে উঠি। শেষ পর্যন্ত কাব্যবীক্ষা ছাড়া সব কিছুই বুঝতে পাই একদেড় কেলাস...






ধরা যাক
পল্টি খেতেই
খাতা থেকে খেরোগুলি মুছে যাচ্ছে
পাঁঠাবলি'র মনোপলি
হেজিমনি ষাষ্টাঙ্গ বিস্মৃত হয়ে।

ক্ষয়ে যাচ্ছে তাজা লাকড়ি
ফুলদমে শিখণ্ডি কেরোসিনে
ভূতপূর্ব
মাগীবাজ
বর্ষীয়ান ষাঁড়
সন্মুখে ডাচ চারণভূমির মহিলা-গরু।

অত:পর
প্রপঞ্চগুচ্ছের প্যারাডাইম মান্দারগাছে উঠিলে
অন্দর কি বাত
প্যারালালবারের
ভার্চুয়াল পরিধি থেকে
আঁখ মারিতে থাকে অনিয়মিত বিরতিতে।

পৈতে প্যাচানো স্ট্রোক
তিনপুরুষ পিছিয়ে
খাস্তা নাচিয়ে ছিলো লাট্টু।

সুতরাং
বার দুটি'র
সামন্তরাল-ভেক রেখে দিতে
আড়াআড়ি
অধুনাহত তক্তা
কাড়াকাড়ি করে
ম্যাড়ম্যাড়ে বাস্তবে
কার্নিশ চড়ে
রসেবশে।

No comments: