Friday, May 16, 2008

পূর্ণজাগ্রত জ্যোতি

এস কবিকূলতিলক -
কথারম্ভে টানি যতি ,
ভেঙ্গেচুরে ঠেসেছি মগজে কাব্য -প্রসাদে মতি ।

ঊটপাখির পীঠে ঘোড়সওয়ার, তাবৎ নিসর্গ ফুঁড়ে জলন্ত জিরাফ তুমি,
দুষ্টশ্বাস জনতা আঁধারে চোখাচোখি হয়ে যায় একান্ত জড়বাদী তীর্যকে ;

তুরীয় প্রান্তরে ওঠে বাস্তব ঘরবাড়ি
লেফট রাইট লেফট রাইট - তা সে যতই মাতাল বলো তাকে,
মৃত্যুর পথে পথে হাঁটে , গড়ে দিয়ে তাবৎ জন্মের ঠিকানা -
দেবোত্তর জরা সহ নতুন জন্মের প্রকৃতি।

( হতে পারি এঁচোড়েই পাকা -
বুড়োফলে পোকামাকড় কিংবা
শিলাপাত ভেবে মুকুলেই ধরেছি বয়স ;
আমাদেরকালে শুধু প্রতীচ্য মোষ
নাইটিঙ্গেল ঘেষেনা ধারে কাছে

আদিফলভক্ষণপাপ লেজ তুলে ভাগে -
কৈলাসী প্রসাদের বৈভবে ভান্ডারী মিথোলজি বুড়ো আঙ্গুল ঝাড়ে কেবলায়।

সুতরাং ফিচকেমি আমাদের নর্ম । )

আমরা ফুরিয়ে যাচ্ছি অতিদ্রুত
তোমার অপচিতি আমাদের সমসত্ব -
সংবর্ত চক্রে যযাতি ।

জয়দ্রথ ধ্বসে পড়ে অখন্ড সাজাত্য সন্তাপে
নতুন যুদ্ধ নেই - শকুনির জলকেলি পথে-আকাশে ।

১৭/০৯/২০০০

No comments: