Tuesday, December 01, 2009

লোকায়ত

নকিঙের ঠুক্ ঠুক্
দুর্মুখ ইনিংসে
হারানো সিসমোগ্রাফ
সপাপবিদ্ধ
আড়াআড়ি তাড়িপ্রবণ
ভূমিরেখা
ঠেকা দিয়ে রাখে
নৈশ বীক্ষণের
কাটাছক-খোপান্তরে

সরে সরে গেলে
স্বরগ্রামকলহ,
প্রদাহপ্রসন্ন-
তন্ন তন্ন তুড়িয়ানন্দ
সহাস্য বিলিয়ে দেয়
৪৯ ক্যারাট বাজুবন্দ;

নক্সীকাঁথার পলিমিক্স
থেমে থেমে
জমে থেকে
আলগোছে এঁকে রাখে
ঝাড়পোঁছটুকিটাকি,
বাদবাকি
হাঁকাহাঁকি
সনির্বন্ধ কৌটায় এঁটে থাকে
হরে মুরারে,
ক্ষারে এসিডে ক্ষারকে -

হবিষ্যি-তবারক মাখামাখি।


দিশি টেনে
ঋষির চেতনে মজে
গোমাংসভাবনা-
অতিদ্রুত
বতিচেল্লি উবে যায়,
বেঁচে থাকে
ভাঁপে তাপে
প্রসন্ন নল্লি-

No comments: