Wednesday, December 30, 2009

জেনেসিস ৬৮-৭০

৬৮.

ঘুম ভুলেছিলাম নিঝুম নিশিথে জেগে থেকে। তারপর জুলহাসের ডাকে চোখ খুল্লাম। খুলে দেখি লুসনিটা পন্ত জায়গামতো ঝুলছে। শুধু জুলহাসকে আর পাওয়া গেলো না। কিঞ্চিৎ জুলহাসপনা দেখা গেলো সহাস্য পলাতক পেলিক্যানের ঠোঁটে ...

৬৯.

এইসব বলে কোন লাভ নাই। ঠিক কোনসব বলে লাভ আছে সেটা আপাতত অস্পষ্ট হলেও একদিন্নাএকদিন স্পষ্ট হবে এরকম হরিহর মজমার চৌষট্টি ঘাটে একশত আঠাইশ বাড়ি স্পষ্টত: কোন কোন হাড়ি ফাটালো তার ডিজিটাল তালিকা রাখতে চুড়ান্ত উস্টা খেলো নেপথ্যের বর্তমান স্পিকার। তিনি কলাটলা খাননা। শুধু প্রতিপক্ষকে ডলা দিতে ভালোবাসেন। ফলত: আমরা ডলাডলিকে ভার্চুয়াল পোলভোল্টের ঘোল খাওয়াতে ভালোবাসি।

৭০.

বুড়ো আঙ্গুলের নখগুলি আকারে বড়ো হয়। ব্রন্টোসোরাসের গালে ব্রণ না হবার কারণ না জেনেও অমনিভোরাস রসজোঁক কোকশাস্ত্রকে মধ্যমা দেখিয়ে প্লবগ শীর্ষাসনে আটকে থাকে

No comments: